Friday, July 6, 2018

ওয়ার্ডপ্রেস Migration পর ইমেজ পাথা এর সমাধান

Fixing Image Links after a WordPress Migration

আমরা সবাই ঠিক ঠাক মত ওয়ার্ডপ্রেস ম্যগ্রেতিওন করে থাকি। কিন্তু ইমেজ লিঙ্ক/পাথটা পুরাতন ডোমেইন লিঙ্ক/পাথ পরিবর্তন হয় না। এই লিঙ্ক/পাথ পরিবর্তনে এর জন্নে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড -> সেটিংস্‌ -> পারমালিঙ্ক ফ্ল্যাশ করে থাকি। তারপরে ও ইমেজ সমাধান হয় না। 
যেটি আপনার করতে হবে তা হল ঃ

  1. Cpanel থাকে পিএইচপি মাই এডমিন টুলস এ ক্লিক করতে হবে।
  2. পিএইচপি  মাই এডমিন থাকে বিডি ক্লিক করতে হবে যেমন ডিবি নামে হল testbd
  3. তার পরে wp_posts ক্লিক করতে হবে। 
  4. wp_posts ওপেন হলে SQL ক্লিক করতে হবে।
  5. SQL এডিটর স্ক্রীন ওপেন হলে এই কোড টি ব্যবহার করতে হবে
    UPDATE wp_posts SET post_content=(REPLACE (post_content, 'olddomain.com','newdomain.com'));
  6. GO বাটন ক্লিক করতে হবে